এশিয়ান বাংলা ডেস্ক : পছন্দের পানীয় হিসেবে পরিচিত এনার্জি ড্রিংকসকে শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনা করা হচ্ছে। পরিমিত মাত্রা ছাড়া এসব পানীয়তে অতিরিক্ত মাত্রার সুগার ও ক্যাফেইন ব্যবহার শিশুদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এছাড়া এনার্জি ড্রিংকস শিশুদের স্থূলতার জন্যও দায়ী। আর এসব কারণেই যুক্তরাজ্যে শিশুদের জন্য এনার্জি ড্রিংকস বিক্রি নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

এনার্জি ড্রিংকস শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-এমন উদ্বেগের মধ্যেই তিনি এমন মন্তব্য করেছেন।

কোন বয়স থেকে এটি নিষিদ্ধ হওয়া উচিত সে বিষয়ে মতামতও চাওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এ বিষয়ে দুটি বিকল্পও দেয়া হয়েছে একটি হলো ১৬ বছর, অন্যটি ১৮। বলা হচ্ছে, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলস নিজেরাই নিষেধাজ্ঞা কার্যকর করতে পারে।

গবেষণায় দেখা গেছে, ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের শিশু বা তরুণরাই বেশি এনার্জি ড্রিংকস পান করে থাকে। এসব পানীয়তে উচ্চমাত্রার সুগার ও ক্যাফেইন থাকে যার মাত্রা প্রায়শই দেখা যায় কোমল পানীয়তে থাকা এ ধরনের উপাদানের চেয়ে বেশি।

ফলে এ পানীয় বেশি মাত্রায় পান করলে শিশুদের জন্য স্বাস্থ্য সমস্যা তৈরির ঝুঁকি থেকে যায়। এ থেকে স্থূলতা, দাঁতের ক্ষয় রোগ, মাথাব্যথা ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

শিক্ষক সংগঠনের একটি জরিপ থেকে দেখা যায়, যেসব শিশুরা বেশি এনার্জি ড্রিংকস পান করে শ্রেণিকক্ষে তাদের আচরণ তুলনামূলক খারাপ। এসব কারণেই প্রতি লিটারে ১৫০ মি.গ্রামের বেশি ক্যাফেইন আছেন-এমন পানীয়র ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হতে পারে। যুক্তরাজ্যের অনেক দোকান ইতোমধ্যেই নিজেরাই ১৬ বছরের কম বয়সীদের কাছে এ ধরনের পানীয় বিক্রি বন্ধ করে দিয়েছে।

দেশটির জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী স্টিভ ব্রাইন বলেছেন, স্বাস্থ্য ও শিক্ষার ওপর ঝুঁকি তৈরি করতে পারে এমন কিছু থেকে শিশুদের রক্ষার দায়িত্ব আমাদের।

অন্যদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে শিশুদের স্থূলতাকে দেশের একটি বড় স্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, শিশুদের জন্য সবচেয়ে ভালোভাবে তাদের জীবন শুরুর জন্য আমরা কী করতে পারি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমি সবাইকে তাদের মতামত দেয়ার জন্য উৎসাহিত করছি।

Share.

Comments are closed.

Exit mobile version