সংগ্রামময় স্বাধীনতা

স্বাধীনতার তীব্র আকাঙ্খায় বিভোর
মুজিবের ভাষণের বন্যার জোয়ার,
কাঁপতে থাকে পাক-পশুর কালোহাত-
মৃত্যুতে ভরে ওঠে লাশের হাতিয়ার!
নজরুল -তাজের ইন্দ্রিয় সচেতনতায়
মনসুর কামারুজ্জামানের আনুগত্য
সাথে ছিল মেজর জিয়ার কর্তব্য
করেছিল পাকবাহিনী অরাজকতা

মুজিবের মার্চের সেই অথৈ ভাষণ
ক্ষিপ্রতর হলো যুদ্ধের আয়োজন
সাথে ছিলো চার নায়কের অবদান
পরাধীন বাঙালির যায় যাক প্রাণ
শস্যে ভরা মাঠ সবুজেই ওঠে ভরে
বাঙালি জাতি জয় নিয়েই ঘরে ফেরে।

Share.

Comments are closed.

Exit mobile version