এশিয়ান বাংলা, ঢাকা : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার মামলায় খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা তা দাখিল করেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম প্রতিবেদন দাখিলের পরবর্তী ওইদিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে একত্র হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার মানুষ খালেদা জিয়ার কার্যালয় ঘোরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে আসামিরা সেখানে বোমা নিক্ষেপ করেন।

এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্ছু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনকে আসামি করা হয়।

Share.

Comments are closed.

Exit mobile version