এশিয়ান বাংলা, গুয়াহাটি : আসামের রাজধানী গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রধান শাহ মহম্মদ তানভির মনসুর গত বৃহস্পতিবার আসাম সরকারের মুখ্যসচিব আলোককুমারের সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। তবে, আসামের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ উন্নয়নের বিষয়টি এদিন আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। গুয়াহাটিতে রাজ্য সচিবালয় জনতা ভবনে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই বাংলাদেশের সহকারী হাইকমিশনার বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তার জন্য আসামবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, এদিনের বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়েই খোলামেলা আলোচনা হয়েছে। তবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে অনেকগুলো দিক তুলে ধরা হয়েছে। ঢাকা ও গুয়াহাটির মধ্যে বিমান চলাচল, ঢাকা-শিলং বাস সার্ভিসকে গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারিত করা এবং নদীপথে যোগাযোগ চালু করা নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য যোগাযোগ আরো বৃদ্ধির উপরও বাংলাদেশের পক্ষ থেকে জোর দেয়া হয়েছে। আসামে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত নিয়েও কথা হয়েছে বলে জানা গেছে।

আসাম সরকারও এসব বিষয়ে সমান আগ্রহ দেখিয়েছে। এদিনের বৈঠকে গুয়াহাটির বাংলাদেশ সহকারী মিশনের আধিকারিক ওয়াহিদুজ্জামান মামুনও উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.

Exit mobile version