এশিয়ান বাংলা, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরও সুচিকিৎসা হতে বঞ্চিত হচ্ছেন। একজন ৭৩ বছর বয়স্কা নারী বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় দলের সর্বোচ্চ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সুচিকিৎসা না পাওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে এসব বলেন।
দেশনেত্রীর চিকিৎসার বিষয়টি মানবিক। কিন্তু বর্তমানে ক্ষমতাসীন বিনা ভোটের সরকার এটিকে রাজনৈতিক বিষয়ে পরিণত করেছে। ক্ষমতাসীন সরকার তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে অকালে বিনা চিকিৎসায় জীবনের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলেন

তারা অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার দাবি জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে আর্থাইটিস জনিত রোগের কারণে দুই হাঁটুই প্রতিস্থাপন করা হয়। তিনি বহুদিন যাবত উচ্চ রক্তচাপ ও শ্বাস কষ্টজনিত রোগে ভুগছেন। এছাড়াও ওনার চোখের সমস্যা জনিত কারণে চোখের অপারেশন করানো হয়। এসব জটিল রোগের জন্য তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ও নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। কিন্তু মিথ্যা সাজানো ও প্রহসনের মামলায় রাজনীতি হতে দূরে রাখার জন্য সাজা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে পুরানো জরাজীর্ন কারাগারে একাকী রাখা হয়। এতে সুচিকিৎসা না হওয়ায় ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে।

আমরা প্রবাসী বিএনপির পক্ষ হতে দাবি জানাচ্ছি, খালেদা জিয়াকে বেসরকারি বিশেষসায়িত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা সুচিকিৎসা প্রদান করা হোক। দেশের জনগণের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিকে চিকিৎসার নামে প্রহসণ না করে চিকিৎসার বিষয়ে সঠিক পথ অবলম্বন করা হোক। অন্যথায় অবহেলা জনিত কারণে খালেদা জিয়ার কোন ধরনের স্বাস্থ্যের অবনতি হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।

আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে, অতি সত্ত্বর বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হোক। অনথ্যায় সুচিকিৎসার ব্যবস্থা না করলে তীব্র আন্দোলন দেশে বিদেশে গড়ে তোলা হবে।

বিবৃতিদাতা প্রবাসী বিএনপি নেতাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক ড. শাকিরুল ইসলাম খান শাকিল (জাপান প্রবাসী) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সাধারণ সম্পাদক কয়ছর আহমদ সুইডেন বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন জিন্টু বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবু সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেন সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া সাধারণ সম্পাদক গনী সরকার যুগ্ম সম্পাদক মুস্তাক খান আয়ারল্যান্ড বিএনপি সভাপতি হামিদুল নাসির সাধারণ সম্পাদক কবির আহমদ কাতার বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম সদস্য সচিব যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক শরিফুল হক সাজু মালেশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান আরবআমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার বাহরাইন বিএনপির সভাপতি আব্দুল হান্নান সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু লেবানন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বাবু সাধারন সম্পাদক জাকির হোসেন সহ সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম জর্ডান বিএনপির সভাপতি দুর্জয় ভুইয়া ডেনমার্ক বিএনপি সভাপতি গাজী মনির সাধারন সম্পাদক ওমর ফারুক হলান্ড বিএনপি সভাপতি শরিফ উদ্দিন সাধারন সম্পাদক নজরুল ইসলাম ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন ফ্রান্স বিএনপি সভাপতি সৈয়দ সাইফুল সাধারন সম্পাদক এম এ তাহের স্পেন বিএনপি সভাপতি খোরশেদ আলম মজুমদার সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি রাশিয়া বিএনপি সভাপতি শাহিন খান সাধারন সম্পাদক মুরাদ হোসেন পাঠোয়ারী সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুইডেন বিএনপি সভাপতি এমদাদ হোসেন কচি সাধারণ সম্পাদক নাজমুল আবেদীন মোহন গ্রীস বিএনপির সভাপতি মুখলেছুর রহমান সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভুইয়া সাধারণ সম্পাদক জুনায়েদ অস্ট্রেলিয়া বিএনপি নেতা ও সাবেক সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মোসলেহ উদ্দিন আরিফ আমেরিকা ম্যারিল্যান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির আহমদ কানাডা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন ফিনল্যান্ড বিএনপি নেতা জামান সরকার মনির সুইডেন বিএনপি নেতা রেজাউল করিম শিশির সুইজারল্যান্ড বিএনপি নেতা আনোয়ার শেখ ও কবির মোল্লা অস্ট্রিয়া বিএনপি নেতা মাইদুল মিয়া ওমান বিএনপি নেতা ঈসা চৌধুরী কোরিয়া বিএনপি নেতা একেম আসাদ পোলান্ড বিএনপি নেতা সাকু ও জসিম উদ্দিন বুলগেরিয়া বিএনপি নেতা রইছ মিয়া যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন সাধারন সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।এছাড়া জাপান কুয়েত হংকং সিঙ্গাপুর মালদ্বীপ ব্রুনাই আলজিরিয়া দক্ষিণ আফ্রিকা পর্তুগাল নিউজিল্যান্ড তুরস্ক সাইপাস মরোক্ক বিএনপি নেতৃবৃন্দ দাবী জানান

Share.

Comments are closed.

Exit mobile version