এশিয়ান বাংলা ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দিন ফিরছে। রাজধানীসহ শহরের রাস্তাঘাট, রেলপথ, মসজিদ সংস্কারের কাজ শুরু হয়েছে। দামেস্কের সঙ্গে অন্যান্য শহরের সংযোগ রুট হিসেবে পরিচিত রেলপথটি রোববার থেকে সংস্কার কাজ শুরু হয়েছে। এতে খুশির বন্যা বইছে দেশটির নাগরিকদের মনে।

রেল চালক আবু আবদো তো খুশিতে কেঁদে ফেলেছেন। ভাঙা ভাঙা কণ্ঠে এএফপিকে তিনি বলেন, দীর্ঘ ৬ বছর ধরে অপেক্ষায় আছি। আবার কবে ট্রেনের চালকের আসনে বসব। ২০১১ সালে সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার আগে প্রায় ২০ বছর ট্রেন চালিয়েছেন আবদো। কয়েক বছরের বিরতিতে সব ভুলে গেছেন। আবারও নতুন করে রিহার্সাল দিয়েছেন তিনি। আবদো বলেন, ‘আমি যখন ট্রেন চালাই, তখন মনে হয়ে উড়ছি।’

২০১২ সালে সিরিয়ার রেলপথ বন্ধ হয়ে যায়। রাজধানী দামেস্ক থেকে আলেপ্পো, হোমস, লাতাকিয়ার উপকূলীয় অঞ্চল, দেইর ইজ্জরের পূর্বাঞ্চলে রেলপথ রয়েছে। দেশটির পর্যটক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সিরিয়াজুড়ে প্রায় ২ হাজার ৪৫০ কিলোমিটার ট্রেন পথ। এর মধ্যে ১ হাজার ৮০০ কিলোমিটার পথ নষ্ট হয়েছে। এগুলো সংস্কার করতে হবে।’

সিরিয়ায় সাত বছরের গৃহযুদ্ধে শহর-নগর, বন্দর ও বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়েছে। পানির লাইন ও বিদ্যুৎ লাইনের চরম ক্ষতি হয়েছে। গত মাসে জাতিসংঘ সিরিয়া যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছিল ৪০ হাজার কোটি ডলার। বিভিন্ন মুসলিম সংস্থা দেশটির অবকাঠামো সংস্কার করে দিচ্ছে। উত্তর সিরিয়ায় ক্ষতিগ্রস্ত ১০৮টি মসজিদ পুনর্নির্মাণ এবং সংস্কার করছে তুরস্কের ধর্মীয় সংস্থা দিয়ানেত ফাউন্ডেশন (টিডিভি)।

Share.

Comments are closed.

Exit mobile version