এশিয়ান বাংলা, ঢাকা : নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে মতামত নিতে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার রাতে সংসদ অধিবেশন শেষে তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে এ ইস্যুতে বৈঠক করেন। আজ-কালের মধ্যে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য নিশ্চিত করেছেন। যুগান্তরকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সঙ্গে নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে আলোচনা করবেন। এরপর তিনি ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একই ইস্যুতে বৈঠক করবেন।’

এর আগে নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে রোববার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের প্রথম দিনের বৈঠক শেষে হুসেইন মুহম্মদ এরশাদকে নিজ কার্যালয়ে চায়ের দাওয়াত দেন প্রধানমন্ত্রী। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় আলোচনা হয় তাদের মধ্যে। বৈঠকে উপস্থিত সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন সরকার, নির্বাচনী জোট, নির্বাচন-পরবর্তী সরকার গঠন সম্পর্কে আলোচনা করেন শেখ হাসিনা ও হুসেইন মুহম্মদ এরশাদ।

Share.

Comments are closed.

Exit mobile version