এশিয়ান বাংলা, ঢাকা : ৪০তম ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ (বিসিএস)-এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(পিএসসি)। গতকাল এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসের মাধ্যমে এক হাজার ৯০৩ জন প্রথম শ্রেণির কর্মকর্তা ক্যাডারে নিয়োগ করা হবে।
পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার জন্য আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে ১৫ই নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিয়ে প্রার্থীদের ইউজার আইডি নিতে হবে। সেই আইডি ব্যবহার করে ১৮ই নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে টেলিটক মোবাইল থেকে নির্ধারিত নিয়মে এসএমএস করে জমা দিতে হবে পরীক্ষার ফি।
এবারের বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।