এশিয়ান বাংলা ডেস্ক : মিসরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মুরসি ও তার দল মুসলিম ব্রাদারহুডের যাবতীয় সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে রয়েছে দলের হাজার হাজার মানুষের সম্পদ, কোম্পানি, গণমাধ্যম, হাসপাতাল এবং জনকল্যাণ সংস্থা। আলজাজিরা।

মিসরের সন্ত্রাসী সংগঠনের সম্পদ সংরক্ষণ কমিটি জানিয়েছে, তারা ব্রাদারহুডের ১৫৮৯ জনের সম্পদ, ১১৮ কোম্পানি, ১১৩৩ জনকল্যাণ সংস্থা, ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৬৯ হাসপাতাল, ৩৩ ইলেক্ট্রনিক সংবাদপত্র এবং একটি স্যাটেলাইট চ্যানেল জব্দ করেছে। সংরক্ষণ কমিটি আরও জানিয়েছে, জব্দকৃত সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। তবে সম্পদের পরিমাণ এবং অর্থের বিষয়ে কিছু জানানো হয়নি। সংরক্ষণ কমিটি যাদের নাম উল্লেখ করেছে তারা হলেন- সাবেক প্রেসিডেন্ট মুরসি ও তার পরিবার, ইখওয়ানের চেয়ারম্যান মুহাম্মাদ বদি, ভাইস চেয়ারম্যান খাইরাত শাতির, ইউসুফ কারজাভি, মুহাম্মাদ বেলতাজি এবং সাদ কাতানি।

Share.

Comments are closed.

Exit mobile version