এশিয়ান বাংলা ডেস্ক : তুরস্ক ও ইরান নিজেদের মধ্যে বাণিজ্য বাড়ানোর জন্য যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে। নতুন এ ব্যাংক ডলারের পরিবর্তে দুই দেশের নিজস্ব মুদ্রা ব্যবহার করবে।

ইরান-তুরস্ক ব্যবসায়ী পরিষদের প্রধান উমিত কিলারের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইরানি সংবাদ মাধ্যম আইআরআই।

উমিত কিলার বলেন, সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের সম্পূরক পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নেয়া হবে। নিজস্ব মুদ্রার ব্যবহার নিয়ে আগেই আলোচনা হয়েছে। যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করলে ডলার অথবা অন্য যেকোনো মুদ্রার পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রক্রিয়া সহজ হবে।

তিনি জানান, তুরস্কের বিনিয়োগকারী, আমদানিকারক ও রপ্তানিকারকরা যৌথ ব্যাংক প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করবেন।

এছাড়া, ইরান ও তুরস্কের ব্যবসায়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দুই দেশের মুদ্রার ব্যবহার চলে আসছে।

Share.

Comments are closed.

Exit mobile version