এশিয়ান বাংলা ডেস্ক : ভুল করে বন্ধুরাষ্ট্র রাশিয়ার বিমান ভূপাতিত করল সিরিয়া। সোমবার ভোরে সিরিয়ায় কয়েকজন আরোহীসহ রাশিয়ার একটি বিমানে ক্ষেপণাস্ত্র ছুড়লে এ দুর্ঘটনা ঘটে। এরপর পরই মস্কো নিশ্চিত করেছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে সিরিয়া বিমান-বিধ্বংসী গোলা নিক্ষেপ করলে বিমানটি ভূপাতিত হয়। খবর বিবিসির।

মঙ্গলবার রুশ সেনাবাহিনী বলেছে, সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটি ভূপাতিত করলেও, ইসরাইলের কারণে বিমানটি নিক্ষিপ্ত গোলার সারির মধ্যে গিয়ে পড়ে।
‘ইসরাইলি সেনাবাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে ১৫ জন রুশ কর্মকর্তা নিহত হয়েছে। এটা রুশ-ইসরাইলি অংশীদারিত্বের মূল নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ মন্তব্য রুশ সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ।

Share.

Comments are closed.

Exit mobile version