এশিয়ান বাংলা ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, হামলা ঠেকাতে তার দেশ সিরিয়ার ইদলিব প্রদেশে আরও সেনা মোতায়েন করবে। রাশিয়ার সঙ্গে সোমবার এক চুক্তিতে পৌঁছার পর তিনি মঙ্গলবার এ কথা বলেছেন।

মন্ত্রিসভার বৈঠকে চাভুসওগ্লু বলেন, ‘আমাদের বাড়তি সেনার প্রয়োজন তাহলে ইদলিব সীমান্ত সুরক্ষিত হবে। লোকজন যার যার অবস্থানে থাকবে। এ অঞ্চলে বিরুদ্ধে হামলা ঠেকাতে রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া ইদলিবে আমাদের ১২টি পর্যবেক্ষণ স্টেশন থাকবে।’

চাভুসওগ্লু বলেন, ইদলিবের বেসামরিক বাফার জোন থেকে ১৫ অক্টোবরের মধ্যে ভারি অস্ত্রগুলো প্রত্যাহার করা হবে।

এ সময় তিনি জোর দিয়ে বলেন, সেখানে বেসামরিক লোকজন থাকবে, শুধুমাত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সরিয়ে নেয়া হবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইদলিবের সঙ্গে আলেপ্পো, রাজধানী দামেস্ক ও ভূমধ্যসাগরীয় উপকূলের সঙ্গে সংযুক্ত সড়কগুলোকে চলতি বছরের শেষনাগাদ খুলে দেয়া হবে।

রাশিয়ার সোচি শহরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়ার পর চাভুসওগ্লু এসব কথা বললেন।

Share.

Comments are closed.

Exit mobile version