এশিয়ান বাংলা ডেস্ক : ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ’র ভোক্তা নীতিমালা মানতে ফেসবুককে চলতি বছরের শেষ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ইউরোপীয় বিচার বিভাগের প্রধান। এর মধ্যে এই নীতিমালা মেনে চলতে ব্যর্থ হলে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটিকে নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হতে পারে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি, খবর রয়টার্স-এর।

ইউরোপিয়ান জাস্টিস কমিশনার ভেরা জুরোভা বৃহস্পতিবার বলেন, এয়ারবিএনবি-কে বলার পর তিন মাস আগে তারা সে অনুযায়ী পরিবর্তন এনেছে। নিজের বিবৃতিতে তিনি আরও বলেন, “আমার ধৈর্য্য শেষ সীমায় পৌঁছে গিয়েছে। ফেইসবুক শেষ পর্যন্ত ভুল দিকে পরিচালিত করার মতো কনটেন্ট নিয়ে এখনও বাকি থাকা যে কোনো নীতিমালা ডিসেম্বরের মধ্যে মেনে নেওয়ার নিশ্চয়তা আমাকে দিয়েছে, এটি অনেক সময় ধরে হয়ে গেল।”

জুরোভা বলেন, “এখন এ নিয়ে অ্যাকশন নেওয়ার সময় এবং আর কোনো প্রতিশ্রুতি নয়। যদি চলতি বছরের মধ্যে পরিবর্তনগুলো পুরোপুরি না আনা হয়, আমি ভোক্তা অধিকার কর্তৃপক্ষগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার ও এই প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছি।”

এ বছর ফেব্রুয়ারিতে জুরোভা ফেইসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমকে শৃঙ্খলার মধ্যে আসতে বলেন।

Share.

Comments are closed.

Exit mobile version