এশিয়ান বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক নারী বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্নচিয়া মসেলে (২৬) একটি ওষুধের দোকানে ওই নারী বন্দুকধারী ওই বন্দুকধারী গুলি চালান।

পরে তার কাছে থাকা নাইন এমএম আগেয়াস্ত্র দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন ওই হামলাকারী।

তবে কী কারণে ওই নারী নির্বিচারে এভাবে গুলি করে মানুষ হত্যা করলো তার কারণ এখনও জানতে পারেনি পুলিশ।

মেরিল্যান্ডের ঘটনার একদিন আগেই পেনসিলভানিয়ায় গোলাগুলির ঘটনা ঘটে। আদালত ভবনে এক ব্যক্তির চালানো গুলিতে চারজন আহত হয়। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন।
পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের শব্দ শুনে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসলেও এরই মধ্যে বন্দুকধারীর গুলিতে ৩ জন প্রাণ হারান।

হামলাকারী স্নচিয়া মসেলে ওই প্রতিষ্ঠানে খন্ডকালীন কাজ করতেন। বৃহস্পতিবার কাজে যোগ দিতে এসে সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) তিনি এলোপাতাড়ি গুলি শুরু করেন।

Share.

Comments are closed.

Exit mobile version