এশিয়ান বাংলা ডেস্ক: সিরিয়ার ইদলিবে হামলা ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে তুরস্ক। এ জন্য ইদলিবে আরও সেনা পাঠাচ্ছে দেশটি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু এ তথ্য জানিয়েছেন।
সোমবার রাশিয়ার সঙ্গে এক চুক্তিতে পৌঁছার পর তিনি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে কাভুসগ্লু বলেন, আমাদের বাড়তি সেনার প্রয়োজন। তাহলে ইদলিব সীমান্ত সুরক্ষিত হবে। লোকজন যার যার অবস্থানে থাকবে। এ অঞ্চলে হামলা ঠেকাতে রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া ইদলিবে আমাদের ১২টি পর্যবেক্ষণ স্টেশন থাকবে।