এশিয়ান বাংলা ডেস্ক : আঞ্চলিক কয়েকটি ছোট দেশের সহযোগিতায় ইরানের ভেতরে আমেরিকা নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চায়; কিন্তু ইরান এসব দেশের সঙ্গে লড়াই করতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউ ইউয়র্কের উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে প্রেসিডেন্ট রুহানি রোববার এসব কথা বলেছেন।
এর আগের দিন ইরানের দক্ষিণ-পশ্চিাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক বাহিনীর কুচকাওয়াজে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ওই হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন শহীদ হয়েছেন।
হাসান রুহানি বলেন, আমেরিকা চায় ইরানে কোনো নিরাপত্তা থাকবে না। তারা দেশের ভেতরে গোলযোগ সৃষ্টি করতে চায় এবং এমন অবস্থা তৈরি করতে চায় যাতে তারা একদিন এই দেশে ঢুকতে পারে যেমনটি পুরনো দিনগুলোতে ছিল। কিন্তু এখন তা আমেরিকার পক্ষে অসম্ভব।