এশিয়ান বাংলা ডেস্ক : কূটচাল ঢুকে পড়েছে মালদ্বীপের রাজনীতিতে। শান্তিপূর্ণ ভোটে জনগণের রায়ে যখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসতে যাচ্ছে, ঠিক তখনই বাধা দিচ্ছে ক্ষমতাসীন দল।

গদি ছাড়তে টালবাহানা করছে। হানিমুন দ্বীপখ্যাত মালদ্বীপের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এখন চরম হুমকিতে। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বুধবার এমন আশঙ্কা প্রকাশ করেছে।

সংস্থাটি বলেছে, রোববারের নির্বাচনে পরাজিত হয়েছেন প্রেসিডেন্ট ইয়ামিন আবদুল্লাহ গাইয়ুম। বিরোধী জোটের নেতা ইব্রাহিম মোহাম্মদ সোলিহর জয়ও মেনে নিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুসারে, নির্বাচনে ১,৩৪,৬১৬ ভোট পেয়ে জয়ী হন সোলিহ ও ইয়ামিন পান ৯৬, ১২৩ ভোট।

কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি নন ইয়ামিন। এইচআরডব্লিউ’র অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণা বিলম্ব করতে ইসির বিরুদ্ধে প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (পিএমপি) সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেলিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ইয়ামিন। আগামী ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা রয়েছে।

বুধবার ইয়ামিনের আইন উপদেষ্টা নির্বাচনী ফলাফল বাতিলের দাবিতে হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। মালদ্বীপের নির্বাচনে বিচার বিভাগের হস্তক্ষেপের পুরানো ইতিহাস রয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version