এশিয়ান বাংলা ডেস্ক : পরিবেশবিষয়ক জাতিসংঘে সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধিতে আন্তর্জাতিক জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গঠনে নেতৃত্ব দেয়া এবং পরিবেশ রক্ষায় অনুপ্রেরণামূলক কাজের জন্য তাদের দু’জনকে এ পুরস্কার দেয়া হয়েছে। বুধবার চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের এক ফাঁকে জাতিসংঘ পরিবেশবিষয়ক সংস্থা এ পুরস্কার ঘোষণা করে। পরিবেশের ইতিবাচক পরিবর্তনে অবদান রেখেছে এমন আরও চারটি প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতের কোচি আন্তর্জাতিক বিমানবন্দর। টেকসই জ্বালানি ব্যবহারে অবদান রাখায় বিমানবন্দরটিকেও পুরস্কৃত করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মোদির নেতৃত্বে ২০২২ সালের মধ্যে ভারতের সর্বত্র প্লাস্টিক ব্যবহার বর্জন করা হবে। পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রধানমন্ত্রী মোদি। অন্যদিকে ম্যাঁক্রো তার পররাষ্ট্রনীতিতে জলবায়ুকে সবার ওপরে রেখেছেন। পরিবেশ রক্ষায় তাদের এই অবদানের কারণে এ পুরস্কার দেয়া হয়েছে। কেরালা রাজ্যের কোচি আন্তর্জাতিক বিমানবন্দর প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। ওই বিমানবন্দরের সব কার্যক্রম সৌরশক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। ভারতের অন্যতম বৃহত্তম এবং দেশের চতুর্থ ব্যস্ত এই বিমানবন্দরটি ২০১৫ সাল থেকে প্রথমবারের মতো সৌরশক্তিতে সব কার্যক্রম পরিচালনা শুরু করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের এ পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তার সুদূরপ্রসারী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

Share.

Comments are closed.

Exit mobile version