এশিয়ান বাংলা ডেস্ক : বর্তমানে ফিলিস্তিনের যে করুণ ও শোচনীয় অবস্থা তা যুক্তরাজ্যের একটি ঘোষণার কারণেই। একটি মাত্র ঘোষণাতেই ফিলিস্তিনিরা আজ রাষ্ট্রহীন, অধিকারহীন। এমনকি তাদের বাঁচার অধিকারও কেড়ে নেয়া হয়েছে। তাদের ভূমিতেই প্রতিষ্ঠিত যে ইসরাইল রাষ্ট্র, সেই রাষ্ট্রের বাহিনীর হাতে প্রতিনিয়ত মরছে ফিলিস্তিনের নিরীহ-অসহায় মানুষগুলো। এক বছর, দুই বছর নয়, ৭০ বছর ধরে চলছে এই মৃত্যুর মিছিল। যুক্তরাজ্যের ইচ্ছাতেই প্রতিষ্ঠিত হয়েছে ইসরাইল। কিন্তু তাদের স্বীকৃতি পায়নি ফিলিস্তিন। এবার সেই রক্তের ঋণ শোধ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির বিরোধী দল লেবার পার্টি। লেবার পার্টি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির নেতা জেরেমি করবিন। যুক্তরাজ্যের পক্ষ থেকে রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া ফিলিস্তিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকেরা। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এর খবরে বলা হয়েছে, বুধবার লিভারপুলে দলীয় সম্মেলনের শেষ দিনের বক্তব্যে করবিন বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান একটি বাস্তবতা। এ কারণে তার দল ক্ষমতা গ্রহণের পরপরই যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ১৯১৬ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ইহুদি নেতা ব্যারন রথচাইল্ডকে চিঠি পাঠিয়ে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য কথিত আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা করেন। এই ঘোষণা বেলফোর ঘোষণা নামে পরিচিত। এর মাধ্যমে ফিলিস্তিনিদের নিজ ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ২০১৭ সালে ২ অক্টোবর যুক্তরাজ্য ‘বেলফোর ঘোষণা’র শতবর্ষ উদযাপন করে। তবে লেবার পার্টির নেতা জেরেমি করবিন তখন ওই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। দলীয় সম্মেলনে করবিন প্রতিশ্রুতি দিয়েছেন, ‘লেবার পার্টি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে।’ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনেরও নিন্দা জানিয়েছেন তিনি। করবিন বলেন, ‘অব্যাহত দখলদারিত্ব, অবৈধ বসতির বিস্তার ও ফিলিস্তিনি শিশুদের কারারুদ্ধ করার ঘটনা অকথ্য নিষ্ঠুরতা।’

Share.

Comments are closed.

Exit mobile version