এশিয়ান বাংলা, ঢাকা : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি তিরিংকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। সোমবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, এক ঘণ্টার বৈঠকে দলের রোববারের জনসভায় ঘোষিত সাত দফা ও ১২ লক্ষ্যের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে অবহিত করেন বিএনপি মহাসচিব। আগামী নির্বাচন, বৃহত্তর ঐক্য প্রক্রিয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা ও তার অসুস্থতা, ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলাসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

এছাড়াও নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে জানিয়ে বিএনপি নেতারা জানান, গত এক মাসে ৪ হাজার ৯৪টি মামলা দেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪ হাজার ৩১৯ জন দলীয় নেতাকর্মীকে। জ্ঞাত-অজ্ঞাত আসামি করা হয়েছে ২ লক্ষ ৭২ হাজার ৭৩০ জনকে।

সম্প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সফর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সরকারের নানা অনিয়ম ও আগামীতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে তাদের সহযোগিতা কামনা করেন। সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষ্যে বিএনপি প্রতিনিধি দলের ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা রয়েছে। দলের একটি সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার দিনক্ষণ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে।

Share.

Comments are closed.

Exit mobile version