বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিকম্প ও সুনামির ক্ষতি সামাল দিতে ইন্দোনেশিয়াকে সম্ভব সবধরনের সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছেন। গত শুক্রবার দেশটিতে প্রচণ্ড ভূমিকম্প ও সুনামিতে সহস্রাধিক লোকের মৃত্যু এবং ব্যাপক সম্পদহানি হয়।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে ফোন করলে আলাপকালে শেখ হাসিনা এই প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় প্রাণ ও সম্পদহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানান এবং এ ঘটনায় আহত লোকদের আশু সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই কঠিন সময়ে ইন্দোনেশিয়া একা নয়, বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।’
সম্ভব সব ধরনের সহায়তা নিয়ে ইন্দোনেশিয়ার পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে জানিয়ে শেখ হাসিনা পরিস্থিতি কাটিয়ে উঠতে এই মুহূর্তে তার দেশের কী প্রয়োজন তা প্রধানমন্ত্রীকে জানানোর জন্য জোকো উইদোদোকে অনুরোধ করেন।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাবেসি দ্বীপে শুক্রবার ভূমিকম্প ও সুনামিতে বহু লোকের মৃত্যু হয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version