এশিয়ান বাংলা ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই এবং পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) তাকে লাহোর অফিস থেকে গ্রেফতার করে।
পাক গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, শাহবাজের বিরুদ্ধে আশিয়ানা-ই-ইকবাল হাউজিং স্কিমে ১ হাজার ৪০০ কোটি রুপি দুর্নীতির অভিযোগ রয়েছে। আজ (শনিবার) তাকে আদালতে হাজির করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে ডনের খবরে বলা হয়েছিল, এনএবি কর্তৃপক্ষ শাহবাজকে গ্রেফতার করতে অফিসিয়াল কাগজপত্র তৈরি করছে।
খবরে বলা হয়েছে, এনএবি কর্মকর্তারা শাহবাজকে গ্রেফতার করেছে এবং তার ব্যক্তিগত গাড়ি ও তার নিরাপত্তারক্ষীকে পাঠিয়ে দিয়েছে। শাহবাজকে গ্রেফতারের সময় লাহোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল বলে উল্লেখ করা হয়েছে।
শাহবাজকে গ্রেফতারের খবর শুনে দলীয় (পিএমএল-এন) নেতাকর্মীরা অ্যাকাউন্টিবিলিটি অফিসের সামনে জড়ো হচ্ছেন। আগামী ১৪ অক্টোবর উপনির্বাচনের আগেই তাকে গ্রেফতার করা হল বলে উল্লেখ করা হয়েছে।
তবে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা নাঈমুল ইসলাম শাহবাজকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন। যদিও তিনি বলেছেন, আইনের চোখে সবাই সমান।
প্রসঙ্গত, সাফ পানি কোম্পানি দুর্নীতির মামলায়ও অভিযুক্ত শাহবাজ শরিফ। ওই মামলায় এনএবি আজ তাকে পুনঃসমন করেছিল। এর আগে উভয় মামলায় বেশ কয়েবার হাজিরা দিয়েছেন শাহবাজ শরিফ।