এশিয়ান বাংলা ডেস্ক : ইরানের ওপর বোমা হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ পীড়াপীড়ি করেছিল বলে জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

জন কেরি জানিয়েছেন, ইরানে হামলার জন্য পীড়াপীড়ি করেছিলেন, সৌদি আরবের সাবেক রাজা আবদুল্লাহ, মিসরের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হোসনি মুবারক এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার দেশটির ফরেন রিলেশন্স কাউন্সিলে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় জন কেরি এসব কথা বলেন বলে খবর প্রকাশ করেছে ইরানি সংবাদমাধ্যম আইআরআই।

জন কেরি জানিয়েছেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে সরে গিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিয়েছেন। ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার জন্য আঞ্চলিক দেশগুলোর নেতারা মার্কিন প্রশাসনকে ব্যক্তিগতভাবে চাপ সৃষ্টি করছেন।

Share.

Comments are closed.

Exit mobile version