এশিয়ন বাংলা, ডেস্ক : ব্রিটেনের সবচেয়ে বড় রোড টানেলের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। ৬ লেনের এই টানেলটি টেমস নদীর তলদেশ দিয়ে যাবে। এটি দিয়ে অন্য টানেলের চেয়ে দ্বিগুণ সংখ্যক গাড়ি টেমস নদী ক্রস করতে পারবে।
টানেলটির দূরত্ব হবে ১৪.৫ মাইল, যা ব্রিটেনের সবচেয়ে লম্বা রোড টানেল হিসেবে আবির্ভূত হবে। ডেইলি মেইল।
টানেলের পরিকল্পনাকারী প্রতিষ্ঠান হাইওয়েস ইংল্যান্ড বলছে, টানেলটির পরিকল্পনা করতে ১০ সপ্তাহ ধরে কাজ করা হয়েছে।
তারা আশা করছেন, ২০২৫ সালের মধ্যে টানেলটি আলোর মুখ দেখবে। ড্রাইভারদের কাছ থেকে টোল আদায় করা হবে।
প্রকল্পটির বাজেট ধরা হয়েছে ৫.৩ বিলিয়ন পাউন্ড থেকে ৬.৮ বিলিয়ন পাউন্ডের মধ্যে। ডার্টফোর্ড সেতুতে যানজট কমাতে এই টানেলের পরিকল্পনা করা হয়েছে।
চানেলটি উত্তর ও দক্ষিণ ওকেনডেনকে যুক্ত করবে। টানেলটি ডার্টফোর্ড সেতুর ২২ ভাগ যানজট কমাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ট্রান্সপোর্ট সেক্রেটারি ক্রিস গ্রেলিং বলছেন, কেন্ট এবং এসেক্সের মধ্যে টানেলটি নতুন বাণিজ্য সম্ভাবনা নিয়ে আসবে এবং ভ্রমণপিপাসুদের স্বস্তি দেবে।