রাজশাহী প্রতিনিধিঃ   পবা উপজেলার নওহাটা গ্রামের সাবেক শিবির নেতা ও বর্তমান জামায়াত নেতা মোঃ রোকতা হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটেছে। এ ঘটনায় তার বাবাসহ তিনজন মারাত্নক আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোঃ রোকতা হাসানের বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ১০ অক্টোবর বুধবার সন্ধার দিকে তার বাড়িতে গিয়ে তাকে খুজঁতে থাকে। সন্ত্রাসীরা তাকে না পেয়ে তার বাবাকে জখম করে । এসময় তার ছোট ভাই ও বাসার কেয়ার টেকার এগিয়ে এলে তাদেরকে মারধর করে সন্ত্রাসীরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় হামলার শিকার রোকতার পরিবারের সদস্যরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অপরারগতা প্রকাশ করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিবিরের সাবেক নেতা ও বর্তমান জামায়াত নেতা মোঃ রোকতা হাসানের রাজনৈতিক প্রতিপক্ষ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাকে প্রায়ই রাজনীতি থেকে দূরে থাকার হুমকি দিয়ে আসছিল। কিন্তু রোকতা তাদের কথা না শুনে জামায়াতের রাজনীতি করে আসছিলেন। এমতাবস্থায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে রোকতা হাসানের বাড়ি ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে কয়েকবার হামলা চালায়। তবে এবারের হামলার সময় রোকতা হাসান লন্ডন  থাকায় তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় রোকতার বাবা হাতেম আলী (৬৫), রোকতার ছোট ভাই মোঃ রয়েল হোসেন (২৮) এবং তাদের বাসার কেয়ার টেকার মোঃ মামুন হোসেন (৩৩) আহত হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা স্থানীয় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে টালবাহানা করে। জানা যায়, হামলাকারীরা সরকার দলীয় হওয়ায় পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে।  এ ঘটনার আগে সন্ত্রাসীরা রোকতার বাড়িতে আরো কয়েকবার হামলা চালায় । তাই  তাদের ভয়ে রোকতা  স্টুডেন্ট ভিসা নিয়ে  ইংল্যান্ড চলে যায়।

এ বিষয়ে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, কিছু ব্যক্তি জামায়াত নেতা রোকতার বাড়িতে হামলা করেছে বলে পুলিশ জানতে পেরেছে। আর রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে মোঃ রোকতা হাসানের বিরুদ্ধে। তাই তাকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেশের বাইরে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। দেশে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে।
এদিকে একটি সূত্র জানিয়েছে , লন্ডনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে কাজ করছে মোঃ রোকতা হাসান। সেসব মানবাধিকার সংগঠন বাংলাদেশে আওয়ামী সরকার কর্তৃক মানবাধিকার লংঘন ও বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করার প্রতিবাদে জনমত গঠনে কাজ করে।

Share.

Comments are closed.

Exit mobile version