এশিয়ান বাংলা, ঢাকা : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন নয়া রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট ২৭ অক্টোবর চট্টগ্রাম এবং ২৯ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করবে। এছাড়া ২১ অক্টোবর সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করবেন ফ্রন্ট নেতারা। বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত ৯টা ৩০ মিনিটে বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত পৌনে ১১টায়। জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সহ-সভাপতি তানিয়া রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডা. জাহেদ উর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে ফ্রন্ট নেতাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং নাগরিক ঐক্যের সমন্বয়ে আনুষ্ঠানিক যাত্রা হয় নয়া জোট জাতীয় ঐক্যফ্রন্টের। মঙ্গলবার জেএসডি সভাপতি আ স ম রবের উত্তরার বাসায় নতুন জোটের প্রথম বৈঠক হয়। ওই বৈঠকে ২৩ অক্টোবর সিলেট থেকে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয়। এটিই হবে ফ্রন্টের প্রথম কর্মসূচি। এছাড়াও একটি লিয়াজোঁ কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়। বুধবার অনুষ্ঠিত হল জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় বৈঠক। জোট পরিচালনার জন্য লিয়াজোঁ কমিটি গঠন, জোটের কর্মসূচি ও কর্মকৌশল নির্ধারণ এবং আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘লিয়াজেঁা কমিটি গঠনের পাশাপাশি আমরা দুটি বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ২৭ অক্টোবর চট্টগ্রাম এবং ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করব। আর লিয়াজোঁ কমিটির সদস্যদের নাম আজ-কালের মধ্যে আমরা গনমাধ্যমকে জানাব। কত সদস্যের লিয়াজোঁ কমিটি হবে প্রশ্ন করা হলে তিনি বলেন, সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। আমরা আশা করি যে, জাতীয় ঐক্যফ্রন্টে আরও দল অন্তর্ভুক্ত হবে সেজন্য সংখ্যা নির্ধারণ করিনি।

মোশাররফ হোসেন বলেন, ‘আমরা আগামীকাল (আজ) বেলা ৩টায় ঐক্যফ্রন্টের দাবি ও লক্ষ্য ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের জানাব। হোটেল লেকশোরে মতবিনিময় অনুষ্ঠিত হবে। এছাড়া আমরা ২১ অক্টোবর সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করব।’ কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা ২৩ অক্টোবর সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করব। এরপর সমাবেশ করব।’ তিনি বলেন, ‘আমরা কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে যেতে চাই, কর্মসূচি নিয়েছি। আগামীতে রাজনৈতিক পরিস্থিতি বুঝে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।’

Share.

Comments are closed.

Exit mobile version