এশিয়ান বাংলা ডেস্ক : উড়োজাহাজের ভেতর নারী এয়ার হোস্টেজকে শ্লীলতাহানির অভিযোগে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ভারতের বেঙ্গালুরুর ইন্ডিগো এয়ারলাইনের ফ্লাইটে মুম্বাই বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেল জানিয়েছে, গ্রেপ্তারের পর ২৮ বছর বয়সী অভিযুক্ত ওই যাত্রীকে মুম্বাই আদালতে হাজির করা হয়। পরে জিজ্ঞাসাবাদে একদিনের জন্য তাকে পুলিশের হাজতে নেয়া হয়।
বেঙ্গালুরুর বাসিন্দা রাজু গঙ্গোপা বলেন, উড়োজাহাজের ভেতরে ২০ বছর বয়সী ফ্লাইট অ্যাটেনডেন্ট তরুণীকে অতিক্রম করার সময় শ্লীলতাহানি করেন ওই যুবক। তরুণী ঘটনাটি তার জ্যেষ্ঠ সহকর্মীদের জানান। পরে তারা ওই যুবকে ব্যাগসহ উড়োজাহাজ থেকে নামিয়ে দিয়ে নিরাপত্তা বাহিনীর কাছে তুলে দেন।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, অভিযুক্ত ওই যুবককে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে হস্তান্তর করা হলে তাকে বিমানবন্দর পুলিশের হাজতে পাঠানো হয়।
এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে ঘটনাটি তদন্ত করে দেখার বিষয়ে ইন্ডিগো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
Trending
- রফিকুল টাওয়ার হ্যামলেটসের পাবলিক গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত
- দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লন্ডনে ইআরআইয়ের মানববন্ধন
- আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি এবং এটুআইসহ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে পদত্যাগের আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
- করিডোর চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে ইআরআইয়ের বিক্ষোভ সমাবেশ
- ফ্যাসিবাদকে পরাজিত করতে প্রয়োজন দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ লড়াই : ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল
- লন্ডনে রাইটস অফ দ্যা পিপলস এর ভারতীয় হাইকিমশন ঘেরাও কর্মসূচি
- লণ্ডনে জিবিএএইচআর এর ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ
- বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষকে সোচ্চার হতে হবে