এশিয়ান বাংলা, ঢাকা : শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে বহিষ্কার করেছে বিকল্পধারা বাংলাদেশ। একইসঙ্গে বিকল্পধারা বাংলাদেশের নুরুল আমীন বেপারীকে সভাপতি ও শাহ আহমদ বাদলকে মহাসচিব করে দলটি নতুন কমিটি ঘোষণা করেছে।
শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এ কথা জানান নুরুল আমীন ও বাদল।
নতুন সভাপতি নুরুল আমীন বেপারী বলেন, দু একদিনের মধ্যেই তলবী সভা ডেকে নতুন কমিটি ঘোষণা করা হবে।
নতুন মহাসচিব শাহ আহমদ বাদল বলেন, সংবাদ সম্মেলনের জন্য আমরা প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বুকিং দিয়েছিলাম। কিন্তু আমাদের বুকিং বাতিল করা হয়েছে। এজন্য আমরা প্রেস ক্লাবের সামনেই আমাদের নতুন কমিটি ঘোষণা করতে হলো। এছাড়া সংবাদ সম্মেলন না করার জন্য আমাকে মোবাইলে হুমকি দেয়া হয়েছে।

এর আগে  জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠকে যাওয়ায় বিকল্প ধারার দুই নেতাকে বহিষ্কার করা হয় কয়েকদিন আগে। নুরুল আমিন বেপারী ছিলেন বিকল্পধারার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, শাহ আহম্মেদ বাদল সহ সভাপতি এবং জানে আহম্মেদ হাওলাদার কৃষি বিষয়ক সম্পাদক। বিকল্পধারার কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্রোহী নেতারা নিজেদের মূল শ্রোতা নেতা দাবি করে দল থেকে প্রেসিডেন্ট বি চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে বহিষ্কার করা হবে। একই সঙ্গে ৭১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যে বিদ্রোহী নেতারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে কমিটি চুড়ান্ত করেছেন। তাদের তথ্যমতে বিকল্পধারার শীর্ষ তিন নেতা ছাড়া অধিকাংশ নেতাই বিদ্রোহী গ্রুপে চলে আসবেন।

 

Share.

Comments are closed.

Exit mobile version