এশিয়ান বাংলা ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণাধীণ এলাকাগুলোতে ইসলামিক স্টেট প্রায় ৭শ’ জিম্মিকে কব্জা করে রেখেছে।

তাদের কয়েকজনকে তারা হত্যা করেছে এবং অন্যদেরও হত্যা করার হুমকি দিয়েছে।

কৃষ্ণসাগরের সোচি নগরীতে পুতিন বলেন, ওই জিম্মিদের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কয়েকজন নাগরিক আছে। ইউফ্রেটিস নদীর বাম তীরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনী নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে আইএস এর নিয়ন্ত্রণ বাড়ছে বলেও জানান তিনি।

তবে আইএস জঙ্গিদের দাবি কি সে ব্যাপারে পুতিন সুনির্দিষ্টভাবে কিছু বলেননি।

সোচিতে ভলদাই ক্লাবের আলোচনায় পুতিন বলেন, “তারা আলটিমেটাম দিচ্ছে, নির্দিষ্ট কিছু দাবি জানাচ্ছে। আর হুঁশিয়ারি দিয়ে বলছে, এসব আমলে না নিলে তারা প্রতিদিন ১০ জন করে জিম্মি হত্যা করবে। গত পরশুই তারা ১০ জনকে হত্যা করেছে।”

Share.

Comments are closed.

Exit mobile version