এশিয়ান বাংলা, ঢাকা : রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় ইসি কাজ করবে না। জনগণের চাওয়া বুঝে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
আজ রোববার সকালে নির্বাচন কমিশন ইন্সটিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার কথা ভাবছে কমিশন। রাতভর ব্যালট পাহাড়া দেয়ার দিন শেষ। আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিকে যেতে হবে নির্বাচন কমিশনকে।
সিইসি বলেন, ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দুরত্ব কমিয়ে ফেলতে হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

Share.

Comments are closed.

Exit mobile version