এশিয়ান বাংলা ডেস্ক : জম্মু-কাশ্মীরে ফের জঙ্গিদের হানা। স্নাইপার হামলা। দূর থেকে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি। রাতের আঁধারে এ অভিযান চালাতে উচ্চক্ষমতাসম্পন্ন নাইট ভিশন গ্লাস (এনভিজি) ব্যবহার করছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এ চশমার সাহায্যে রাতের অন্ধকার দূর করা যায়। সহজেই দূরের বস্তু স্পষ্ট নজরে আসে। ভারত নিয়ন্ত্রিত এ উপত্যকায় জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের চারজন প্রশিক্ষিত স্নাইপার সক্রিয় রয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দারা। জঙ্গিদের নয়া এ কৌশলে ঘুম উড়ে গেছে জম্মু-কাশ্মীর প্রশাসনের। ইতিমধ্যে জঙ্গিদের স্নাইপার হামলায় নিহত হয়েছেন তিন জওয়ান। স্নাইপার হামলা রুখতে অবিলম্বে পুলিশ কর্মীদের প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশ প্রধান পি পানি। বিভিন্ন পুলিশ স্টেশন ও ব্যারাকে সেই নির্দেশিকা পাঠানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ঘটনার শুরু শনিবার রাত ১টার দিকে। নওগাঁয়ের একটি পাওয়ার স্টেশন সুরক্ষার দায়িত্বে ছিলেন রাজেন্দ্র প্রসাদ নামে এক সহকারী পুলিশ পরিদর্শক। আচমকাই তার মুখে এসে লাগে একটি গুলি। ঘটনাস্থলেই নিহত হন তিনি। সামনাসামনি টক্করে নিরাপত্তারক্ষীদের সঙ্গে পেরে না ওঠায় নতুন কৌশলে হাঁটছে জঙ্গিরা। স্নাইপার রাইফেলের সাহায্যে দূর থেকেই হামলা চালাচ্ছে তারা। পরিস্থিতি কতটা গুরুতর, তা পুলিশ প্রধানের নির্দেশনা থেকেই বোঝা যায়। নির্দেশনায় বলা হয়, এই নতুন ধরনের হামলার ব্যাপারে সেনা জওয়ান ও পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। সহজেই যেন দূর থেকে টার্গেট করা না যায় সে জন্য নতুন কৌশল নিতে হবে। সেনা ও পুলিশ ক্যাম্পের পাচিলের উচ্চতা বাড়াতে হবে। বারাকের কাছাকাছি অবস্থান নিতে পারে, এমন জায়গাগুলোকে চিহ্নিত করে ধ্বংস করতে হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি স্নাইপার আক্রমণ বেড়েছে। এর আগে ১৮ অক্টোবর পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে স্নাইপার হামলায় দুই জওয়ান আহত হন। ২১ অক্টোবর ট্রলে স্নাইপার হামলায় সশস্ত্র সুরক্ষা দলের এক জওয়ান নিহত হন। ২৫ অক্টোবর ট্রলেই ফের স্নাইপার হামলায় আরও এক সেনা জওয়ান নিহত হয়েছেন। সব কটি স্নাইপার হামলারই দায় নিয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ।

পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, নিরাপত্তা কর্মী ছাড়াও রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের ওপরেও এ হামলা হতে পারে। সে জন্য তাদের নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি সেনা, পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীকে (সিআরপিএফ) নিয়মিত তল্লাশি অভিযান চালাতে বলা হয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version