এশিয়ান বাংলা ডেস্ক : জার্মানির হেসে প্রদেশের আগাম নির্বাচনে ভোট পাওয়ার হার তলানিতে গিয়ে ঠেকেছে দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জোটের।

ভোটের ফলাফলের ঝাঁকুনিতে দেশের ও দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মার্কেল। আগামী ২০২১ সালের নির্বাচনে তিনি লড়বেন না বলে সোমবার জানিয়ে দিয়েছেন।

২০০০ সাল থেকে দীর্ঘ ১৮ বছর ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) দলের নেতৃত্বে রয়েছেন তিনি। ২০০৫ সাল থেকে চতুর্থ মেয়াদে চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন। খবর বিবিসির।
হেসের গত নির্বাচনের তুলনায় মার্কেলের জোটের পক্ষে প্রায় ১০ শতাংশ কম ভোট পড়েছে। সিডিইউ ২৭ দশমিক ৯ শতাংশ ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ১৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে। এতে মার্কেলের জনপ্রিয়তায় ব্যাপক ধস নামতে দেখা গেছে।

এসপিডি নেতা অ্যাড্রেয়া নাহলেস সাংবাদিকদের বলেন, ‘প্রাদেশিক সরকারের ধারাবাহিক ব্যর্থতার কারণে ফলাফলে এমন বিপর্যয় নেমে এসেছে।

আর এ বিষয়ে সেখানকার সরকারের ব্যাখ্যা একেবারেই গ্রহণযোগ্য নয়।’ সোমবার বার্লিনে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কেল বলেন, আগামী ডিসেম্বরে দলীয় কনভেনশনে তিনি নেতৃত্বের জন্য প্রার্থী হবেন না।

আর আগামী ২০২১ সালে নির্বাচন হওয়ার আগপর্যন্ত জার্মান চ্যান্সেলর হিসেবে তিনি থাকছেন। চলতি বছরের মার্চ মাসে চতুর্থ মেয়াদে চ্যান্সেলর হন মার্কেল।

আগামী ২০২১ সালেই তার মেয়াদ শেষ হচ্ছে। মধ্যপ্রাচ্য সংকটের জের ইউরোপে শরণার্থীর ঢল নামলে মার্কেল তাদেরকে জার্মানিতে আশ্রয় দেয়ার ঘোষণা দেন।

Share.

Comments are closed.

Exit mobile version