এশিয়ান বাংলা ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় ‘বিশেষ ব্যক্তিকে’ রক্ষার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
তুরস্কে নবনির্মিত বৃহৎ বিমানবন্দর উদ্বোধনকালে সৌদি আরবের অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে এরদোগান বলেন, আপনি প্রধান কৌঁসুলি, সুতরাং আপনি খুঁজে বের করুন এই হত্যাকাণ্ডের কে নির্দেশ দিয়েছে?
উল্লেখ্য, সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল শেইখ সৌদ আল মুজেব বর্তমানে তুরস্ক সফর করছেন। খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে তুরস্কের সঙ্গে আলাপ করতে তিনি সৌদি গেছেন।
এরদোগান বলেন, বিশেষ কোনো ব্যক্তিকে তদন্ত প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না। আপনি প্রশ্ন করুন কে ওই ১৫ ব্যক্তিকে তুরস্কে পাঠিয়েছিল। তাহলে আপনি সেই প্রশ্নের উত্তর বের করতে পারবেন।
তিনি বলেন, আমাদের এই বিষয়টির সমাধান করতে হবে। এ ক্ষেত্রে ছলচাতুরীর প্রয়োজন নেই। বিশেষ ব্যক্তিকে রক্ষার লক্ষ্যে নাটক সাজানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।