এশিয়ান বাংলা ডেস্ক : ইসরাইল রাষ্ট্রের স্বীকৃতি বাতিলের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। দেশটি বলেছে, ইসরাইল যতক্ষণ না ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ততদিন পর্যন্ত রাষ্ট্র হিসেবে তাদের স্বীকৃতি স্থগিত থাকবে।

ফিলিস্তিনের ক্ষমতাসীন দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) একটি নীতিনির্ধারক সংগঠন প্যালেস্টাইন সেন্ট্রাল কাউন্সিল এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

কাউন্সিল আরও বলেছে, তেলআবিবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি ও কয়েক অর্থনৈতিক চুক্তিও বাতিল করবে পিএলও ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

রামাল্লায় দু’দিনের বৈঠক শেষে সোমবার পিএলও’র কেন্দ্রীয় কাউন্সিল জানায়, ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার ইতি টানবে পিএলও এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আলজাজিরা

Share.

Comments are closed.

Exit mobile version