এশিয়ান বাংলা ডেস্ক : কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রতিবাদে নজিরবিহীন বিক্ষোভ দেখিয়েছে গুগলের কর্মকর্তারা। গতকাল বিশ্বজুড়ে গুগলের কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। তারা যৌন হয়রানির প্রতি কর্তৃপক্ষের অনুসৃত নীতিতে পরিবর্তন আনার দাবি জানান।
বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল গুগলের জুরিখ, লন্ডন, টোকিও, সিঙ্গাপুর ও বার্লিন কার্যালয়ে কর্মবিরতি পালন করা হয়েছে। যেকোনো যৌন হয়রানির অভিযোগ গুগল কর্তৃপক্ষ যেভাবে মোকাবিলা করে, এতে কিছু মৌলিক পরিবর্তন আনার দাবি জানিয়েছেন কর্মকর্তারা। যেমন, তারা জোরপূর্বক সমঝোতা বন্ধ করার দাবি তুলেছেন। কেননা এতে ভুক্তভোগী ব্যক্তিও অভিযুক্ত হতে পারেন।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিসাই বলেন, কর্মকর্তাদের যেকোনো দাবি উত্থাপনের অধিকারের প্রতি তার সমর্থন রয়েছে।

সকল কর্মকর্তার উদ্দেশ্যে পাঠানো মেইল বার্তায় তিনি বলেন, আপনাদের ক্রোধ ও হতাশা আমি বুঝি। আমার অনুভূতিও অভিন্ন। আমাদের সমাজে দীর্ঘদিন ধরে যে বিষয়টি চলে আসছে, তাতে উন্নতি ঘটাতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আর হ্যাঁ, গুগুলেও এ সমস্যা রয়েছে।
অনলাইন জগতে গুগল কর্মকর্তাদের প্রতিবাদ ‘গুগল ওয়াকআউট’ নামে ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরেই কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ছিল। এরই মধ্যে গত সপ্তাহে প্রতিষ্ঠানটির একজন পদস্থ কর্মকর্তা চাকরি ছেড়ে যান। পরে তাকে ৯০ মিলিয়ন ডলার অবসর ভাতা প্রদান করা হয়। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার জন্যই তাকে ওই অর্থ প্রদান করা হয়েছে। অথচ তার বিরুদ্ধে যৌন হয়রানির সুস্পষ্ট অভিযোগ ছিল। তিনি হলেন মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জনক বলে পরিচিত অ্যান্ডি রুবিন। যদিও রুবিন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির রিচার্ড ডেভাল নামের আরো একজন নির্বাহী পদত্যাগ করেন। তার বিরুদ্ধে চাকরির সাক্ষাৎকার দিতে আসা এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। তিনি ওই নারীর দিকে অযাচিত ইঙ্গিত করেছিলেন। ডেভালের দাবি, এটা ভুল বোঝাবুঝির ঘটনা। তবে পদত্যাগের পরে এ বিষয়ে মুখ খুলেননি তিনি।
যৌন হয়রানির সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও শীর্ষ কর্মকর্তাদের দায়মুক্তি দেয়া ও পরবর্তীকালে তাদের অবসরভাতা প্রদানের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন গুগল কর্মকর্তারা।

Share.

Comments are closed.

Exit mobile version