এশিয়ান বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সামনে করে জমে উঠেছে প্রচার-প্রচারণা। ক্ষমতা ধরে রাখতে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে ক্ষমতাসীন রিপাবলিকানরা। বসে নেই ডেমোক্র্যাটরাও। ভোটার টানতে তারাও ব্যবহার করছে নানা কৌশল। আর এই প্রচারণাযজ্ঞে রূপালী পর্দা ফেলে জনসম্মুখে আসছে হলিউডও। মাঠে নেমেছেন খ্যাতনামা সব তারকা। ঢাক বাজাচ্ছেন নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে।

সিএনএন জানায়, ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই দীর্ঘ হচ্ছে এ তালিকা। মাঠে নেমেছেন জুলিয়ান মুর, কনস্টান উ, সোফিয়া বুশ, লেভার্ন কক্স, ইলেন পম্পেও, টি লিওনিসহ আরও অনেকেই। কেউ সরাসরি বিভিন্ন সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছেন প্রচারণার জন্য। প্রচারণায় যোগ দিয়েছেন হলিউডের অন্যতম প্রভাবশালী নারী অভিনেত্রী ও গণমাধ্যম ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে। ভোটারদের ভোট দিতে নানাভাবে উৎসাহিত করছেন তিনি। ২০০৮ সালে তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামার পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন। এবারও ডেমোক্র্যাটিক পার্টি থেকে জর্জিয়ার গভর্নর পদের প্রার্থী স্টেসি আবরামের পক্ষে রয়েছেন। শুধু অপরাহই নন, ভূমিকা রাখছেন আবরামের প্রচারণায় ভূমিকা রাখছেন হলিউড তারকা উইল ফেরেলও।

প্রচারণামূলক নানা বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে হলিউড তারকাদের। জোডি ফস্টার, টি লিওনি, চার, লেভার্ন কক্স, সোফিয়া বুশ, কেভিন ব্যাকন, কেরি ওয়াশিংটন, জেন ফন্ডা ও রাশিদা জোনসের মতো তারকাদের উপস্থাপনায় এসব বিজ্ঞাপন নির্মাণ করা হয়েছে। এসব বিজ্ঞাপনে স্বাস্থ্যসেবা, বন্দুক সহিংসতা ও অভিবাসনের মতো রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যুর ওপর কথা বলছেন তারা। এর মাধ্যমে নারী-পুরুষ, সাদা-কালো নির্বিশেষে সবাইকে ভোটদানে উৎসাহ দিচ্ছেন। ইউএসএ প্যাক নামের সংগঠনের অর্থায়নে মাইক ব্লুমবার্গ ও র‌্যাডিক্যালমিডিয়ার পরিচালনায় বৃহস্পতিবার এ ধরনের একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version