এশিয়ান বাংলা, ঢাকা : ৭ নভেম্বরের পর কোনো রাজনৈতিক দলের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দীর্ঘ সময় সংলাপ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। কারণ ইতিমধ্যে ৪ঠা নভেম্বর ১৪ দলের সঙ্গে এবং ৫ই নভেম্বর জাতীয় পার্টির সঙ্গে আমাদের সংলাপ আয়োজনের সময় ঠিক হয়ে আছে।

জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, কেউ যদি সংলাপে অংশ নেয়ার পরও জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোপনে নাশকতার ছক আঁকে তাহলে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই যে, পরিস্থিতি মোকাবিলায় আমরা সচেতন আছি। আমরা তার সমুচিত জবাব দেব। একই অশুভ শক্তি ১৫ই আগস্ট, ২১শে আগস্ট ও ৩রা নভেম্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা এবং ২১শে আগস্ট বঙ্গবন্ধুকন্যার ওপর গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা করা-এসব একই সূত্রে গাঁথা। সংলাপে বিএনপি সন্তুষ্ট নয়, এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সবাই তো আর সন্তুষ্ট হবে না।

বিএনপি সন্তুষ্ট হবে কি হবে না, আমরা দলনেতার কথা বিবেচনায় নিচ্ছি। তিনি কিন্তু বলেছেন ভালো আলোচনা হয়েছে, তাই আমরা সেখানেই আপাতত থাকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এবং শুক্রবার অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন।

Share.

Comments are closed.

Exit mobile version