এশিয়ান বাংলা ডেস্ক : সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, উচ্চ মাত্রার শব্দ দূষণ হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’স সাইন্টিফিক সেশন ২০১৮-তে এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, উচ্চ মাত্রার দীর্ঘস্থায়ী শব্দ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

গবেষণায় দেখা গেছে, যারা মহাসড়ক কিংবা বিমানবন্দরে দীর্ঘস্থায়ী উচ্চ স্তরের শব্দ দূষণের মুখোমুখি তাদের হৃদরোগ, স্ট্রোক বা হৃদযন্ত্র ও রক্তনালীর অন্যান্য রোগের ঝুঁকি অন্যদের তুলনায় তিনগুণ বেশি।

গবেষক ও লেখক আজার রাদফার বলেন, গবেষণায় দেখা গেছে একটি বাড়ন্ত শরীর পরিবেষ্টিত শব্দ ও হৃদরোগে মধ্যে একটি সমন্বয় করে চলে। কিন্তু এর পেছনের শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো অস্পষ্ট।’

আজার রাদফার আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের এই গবেষণার ফল জীববিজ্ঞানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকদের শব্দের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।’

Share.

Comments are closed.

Exit mobile version