এশিয়ান বাংলা, ঢাকা : একতরফা নির্বাচন অনুষ্ঠানে ঘোষিত তফসিল সরকারের ইচ্ছার প্রতিফলন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের এক ফাঁকে তিনি এক সংবাদ ব্রিফিংয়ে তফসিল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ অভিযোগ করেন। মির্জা আলমগীর বলেন, আপনারা জানেন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়েছিলেন।

সেখানে ইসিকে পরিষ্কারভাবে এই তফসিল পিছিয়ে দেয়ার জন্য বলা হয়েছিল। সেটা পিছিয়ে দেয়া হয়নি। তিনি বলেন, জনগণের যে আশা-আকাঙ্ক্ষা তার কোনো প্রতিফলন তা না ঘটিয়েই নির্বাচন কমিশন একতরফাভাবে আবারো একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছে। এতে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটছে। এই তফসিল ঘোষণার ব্যাপারে আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, জনগণের আশার পরিপন্থি কোনো নির্বাচন অনুষ্ঠান এদেশের জনগণ গ্রহণ করবে না। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন।

তারা একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে আলোচনা করে সংবাদ সম্মেলনে দলের অবস্থান ব্যাখ্যা করেন।

Share.

Comments are closed.

Exit mobile version