এশিয়ান বাংলা ডেস্ক : দিওয়ালি উদযাপনের পর ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণ ঝুঁকিপূর্ণ মাত্রায় পৌঁছে গেছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দিওয়ালিতে অতিরিক্ত পরিমাণে বাজি পোড়ানোর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিল্লির আকাশে বিষাক্ত কুয়াশার আস্তরণ দেখা দিয়েছে। বাতাসে দ্রবীভূত কিছু ছোট কণা থাকে যেগুলো সরাসরি ফুসফুসে প্রবেশ করে। দিওয়ালি পালন করার পর কোনো কোনো এলাকায় বাতাসে দ্রবীভূত এসব কণার পরিমাণ দাঁড়িয়েছে প্রতি ঘন মিটারে ৯৯৯ মাইক্রোগ্রাম।
এর আগে গত মাসে সুপ্রিম কোর্ট শুধু রাতে দুই ঘণ্টার জন্য বাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করে দেয়। কিন্তু কোর্টের এই আদেশ প্রকাশ্যে অমান্য করা হয়। দায়হীনভাবে সবাই আদালতের আদেশ অমান্য করায় অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন।
ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের মতে, ভারতের রাজধানী দূষণের দিক দিয়ে বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version