এশিয়ান বাংলা ডেস্ক : মাদক পাচারের অভিযোগে বাহরাইনে এক বাংলাদেশীর ১০ বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। এক কিলোগ্রাম মারিজুয়ানা ও ৯০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট বহনের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে। তার লাগেজে মারিজুয়ানা সেবনের জন্য ব্যবহৃত কাঠের একটি যন্ত্র পাওয়া যায়। এ নিয়ে জিজ্ঞাসাবাদে সে মাদক পাচারের কথা স্বীকার করে। এ খবর দিয়েছে অনলাইন নিউজ অব বাহরাইন। এতে ওই বাংলাদেশীর নাম, পরিচয় প্রকাশ করা হয় নি। তবে সে আদালতে স্বীকার করেছে অপরাধের কথা। বলেছে, আমি সম্প্রতি দেশে গিয়েছিলাম।

সেখানে ছিলাম ৫ দিন। ওই সময়ে আমি মারিজুয়ানা সেবন করি। আমার সঙ্গে তখন একজনের সাক্ষাত হয়। তাকে অনুরোধ করি কিছু মারিজুয়ানা আমাকে দিতে, যা আমি বাহরাইনে নিয়ে আসতে পারি। তার কাছ থেকে ২০০ টাকার মারিজুয়ানা কিনি। অভিযুক্ত ওই বাংলাদেশীকে তার শাস্তি ভোগের পর দেশে ফেরত পাঠানো হবে।

Share.

Comments are closed.

Exit mobile version