এশিয়ান বাংলা, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম নেন। এদিকে উৎসবমুখর পরিবেশে তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ছিল মনোনয়নপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়। ঢাকঢোল বাজিয়ে নৌকা প্রতীকের ব্যানার ও ফেস্টুন নিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মনোনয়নপ্রত্যাশী নেতার অনুসারীরা। আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির তৃতীয় দিনে মোট ফরম বিক্রি করেছে ৭৯২টি। তিন দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩২৫৩টি। জমা পড়েছে প্রায় আড়াই হাজার।।

রোববার ঢাকা বিভাগে ২০৩টি , চট্টগ্রামে ১৭০টি, সিলেটে ২৪টি, রাজশাহীতে ৭৮টি, ময়মনসিংহে ৭৩টি, খুলনায় ৭৯টি, বরিশালে ৮৮টি, রংপুরে ৭৭টি ফরম বিক্রি হয়। এর আগে প্রথম দিন শুক্রবার আট বিভাগ মোট ১৩২৯টি এবং শনিবার ১১৩২টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।

সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকরা ভোর থেকে ধানমণ্ডির ৩/এ-এর সড়কে সমবেত হতে থাকেন। আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে ও এর আশপাশের সড়কে তারা শোডাউন করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে।

দুপুরে ওবায়দুল কাদেরের কাছ থেকে নড়াইল-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাশরাফি বিন মুর্তজা। এ সময় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার দোয়া নেন মাশরাফি। এ আসনে বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান। জানা গেছে, মাশরাফি এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে ইতিমধ্যে জড়িয়েছেন। গত বছর তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা।

রোববার সবকিছু ছাড়িয়ে ধানমণ্ডি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মাশরাফির আওয়ামী লীগের মনোনয়ন কিনতে আসার খবর। মনোনয়ন ফরম সংগ্রহ করতে মাশরাফি আসবেন এমন খবরে তার সমর্থকরা ব্যানার-ফেস্টুন নিয়ে সেখানে অবস্থান নেন। আওয়ামী লীগের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, অফিসের স্টাফ এমনকি মনোনয়ন ফরম কিনতে আসা অন্য নেতাকর্মী ও তাদের সমর্থকরাও তার জন্য অপেক্ষা করছিলেন।

জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মাগুরা থেকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। এজন্য শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেন। তবে শেখ হাসিনা তাকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

তৃতীয় দিন মনোনয়ন ফরম নিয়েছেন- টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, দিনাজপুর-২ আসনে যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে ইকবালুর রহিম, শরীয়তপুর-১ থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, ঢাকা-৫ আসনে ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আওয়ামী লীগের দফতর উপকমিটির সদস্য খোন্দকার তারেক রায়হান, চলচ্চিত্র অভিনেতা ফারুক, ঢাকা-৬ থেকে আবদুস সোবহান গোলাপ, ঢাকা-৮ আসনে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, গাজীপুর (কালীগঞ্জ) থেকে চিত্রনায়ক ফারুক।

এছাড়া মনোনয়ন ফরম নিয়েছেন- কিশোরগঞ্জ-২ আসনে সাবেক আইজিপি নূর মোহাম্মদ, নরসিংদী-৫ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবির কাওছার, মাগুরা-১ সাইফুজ্জামান শিখর, সিলেট-১ আসনে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, বাগেরহাট-২ আসনে শেখ হেলালের ছেলে শেখ তন্ময়, বাগেরহাট-৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ফেনী-৩ নাট্য অভিনেত্রী শমী কায়সার, জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, নেত্রকোনা-২ আসনে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শাহ মোস্তফা আলমগীর, নেত্রকোনা-৩ আসনে সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, ময়মনসিংহ-৭ আসনে নুরুল আলম পাঠান মিলন। জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী।

সরেজমিন ঘুরে দেখা যায়, হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকঢোল বাজিয়ে মনোনয়ন ফরম কিনতে এসেছিলেন নারায়ণগঞ্জ-২ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ। বিশাল বহর নিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দিনাজপুর জেলা ও দিনাজপুর-২ আসনের আওয়ামী লীগ নেতারা। ঢাকার বিভিন্ন আসনের মনোনয়নপ্রত্যাশীর নেতাকর্মীদের শোডাউনও ছিল লক্ষ্য করার মতো।

Share.

Comments are closed.

Exit mobile version