এশিয়ান বাংলা, ঢাকা : নির্বাচন কমিশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিলে তাতে আপত্তি করবে না আওয়ামী লীগ। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রোববার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন পেছাবে কি পেছাবে না সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচনের সিডিউল সংক্রান্ত সব বিষয় নির্বাচন কমিশনের এখতিয়ারে।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানিয়েছি। কমিশন নির্বাচন পেছাতে চাইলে দলীয়ভাবে আমরা কোনো আপত্তি করব না।’

ওবায়দুল কাদের বলেন, ‘তবে নির্বাচন পেছানোর সময় এবং দাবিটা যৌক্তিক হতে হবে। সময়, বাস্তবতার দিকে চেয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন- এটা আমরা প্রত্যাশা করি।’ তিনি বলেন, ‘সব দলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।’

মাশরাফি বিন মুর্তজার বিষয়টা অনেক আগে থেকে ভাবা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মাশরাফি এলাকায় কাজ করছে। আর সাকিবকে (আল হাসান) দেশের স্বার্থে খেলা চালিয়ে যেতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমাদের দলের চেয়ে দেশের স্বার্থ বড়।’ এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ সেখানে ছিলেন।

Share.

Comments are closed.

Exit mobile version