এশিয়ান বাংলা ডেস্ক : ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার মুহূর্তের অডিও রেকর্ডিং-এর তথ্য প্রকাশ করেছেন তুর্কি সাংবাদিক নাজিফ কারামান। তিনি তুরস্কের পত্রিকা ডেইলি সাবাহর ক্রাইম বিভাগের প্রধান। আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঘাতকদের হাতে নিহত হওয়ার আগ মুহূর্তে বেঁচে থাকার জন্য তীব্র আকুতি জানিয়েছিলেন খাসোগি। তিনি দাবি করেন, ঘাতকরা হত্যার পূর্বে খাসোগির মাথার উপর একটি ভারী ব্যাগ রেখেছিল।
গত ২রা অক্টোবর জামাল খাসোগি ব্যক্তিগত কাজে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। তখন ধারণা করা হয়, কনস্যুলেটের অভ্যন্তরেই তাকে হত্যা করা হয়েছে। কিন্তু সৌদি সরকার এ অভিযোগ অস্বীকার করে দাবি করে কাজ শেষে খাসোগি কনস্যুলেট থেকে বেড়িয়ে গেছে। দীর্ঘদিন অস্বীকারের পর তাকে হত্যা করার কথা স্বীকার করলেও এখন পর্যন্ত তার লাশের সন্ধান দেয়নি সৌদি আরব। সাংবাদিক কারামান সাক্ষাৎকারে বলেন, অডিওতে খাশোগিকে বলছিলেন, আমার দমবন্ধ হয়ে আসছে।

আমার মাথার উপর থেকে ব্যাগটি সরাও। আমি ভয় পাচ্ছি। কারমান আল জাজিরাকে জানান, শ্বাসরুদ্ধ হয়ে খাশোগির মৃত্যু হতে প্রায় সাত মিনিট সময় লাগে।
উল্লেখ্য, কারামান তুর্কি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও পরিচিতি। ইতিমধ্যে ওই অডিওটি খাসোগি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট দেশ সৌদি আরবসহ যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও বৃটেনের কাছে হস্তান্তর করেছে তুরস্ক। শনিবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

Share.

Comments are closed.

Exit mobile version