এশিয়ান বাংলা, ঢাকা : নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণার পরদিন থেকেই আসন নিয়ে দরকষাকষি শুরু করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর নেতারা। ইতিমধ্যে তারা নিজ দলের প্রার্থী তালিকা তৈরির কাজে হাত দিয়েছেন। দু-একদিনের মধ্যে এসব তালিকা জোটের প্রধান শরিক দল বিএনপির হাতে তুলে দেয়া হবে। এর পরপরই আসন ভাগাভাগি চূড়ান্ত করতে বৈঠকে বসবেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এ জোটের শীর্র্ষ নেতারা। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরাম প্রাথমিকভাবে প্রায় ৪৫ জন প্রার্থীর তালিকা তৈরি করেছে। আসম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি তৈরি করেছে ২৫ জনের তালিকা।

মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৫, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ ১০ এবং ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া ৫ জনের তালিকা তৈরি করেছে।

জানতে চাইলে এ প্রসঙ্গে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সোমবার বলেন, ‘আমরা দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করছি। অন্যরাও তাদের তালিকা তৈরি করছে। এরপর জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বসে প্রার্থী চূড়ান্ত করবেন।’

জানা গেছে, সোমবার দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়। এ সময় শরিক দলগুলোর নেতারা কে কোন আসন থেকে নির্বাচন করতে চান তার তালিকাও চাওয়া হয়। সিদ্ধান্ত হয়, দু-তিন দিনের মধ্যে জোটের শরিকরা যার যার দলের তালিকা চূড়ান্ত করবে। এরপর ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে আলোচনা হবে। হাতে সময় কম থাকায় যত দ্রুত সম্ভব প্রার্থী তালিকা চূড়ান্ত করারও সিদ্ধান্ত হয় এই বৈঠকে।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক আওম শফিক উল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আন্দোলনের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয় সরকারবিরোধী এই জোট। একইদিন ফ্রন্টের শরিক দলগুলোও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দেয় তারা জোটবদ্ধভাবে নির্বাচনে করবে।

জানা গেছে, বিএনপির বাইরে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী (ঢাকা-৬), সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু (ঢাকা-২ অথবা ঢাকা-৩), জেএসডি সভাপতি আসম আবদুর রব (লক্ষ্মীপুর-৪), কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (টাঙ্গাইল-৮ ও ৪), নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২) এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ (মৌলভীবাজার-২) আসন থেকে নির্বাচন করবেন।

জানতে চাইলে এ প্রসঙ্গে সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ সোমবার বলেন, ‘আমি মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ছিলাম। জোট মনোনয়ন দিলে আগামীতেও এই আসন থেকে নির্বাচন করব।’

তিনি বলেন, সিলেট-১ আসন থেকেও তাকে মনোনয়ন দেয়া হতে পারে। এমনি কিছু হলে তিনি ড. কামাল হোসেনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

সূত্র জানায়, ড. কামাল হোসেনের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। গণফোরামের নেতারা চান তিনি নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু ড. কামাল হোসেন এখনও এতে সায় দেননি। তিনি সম্মত হলে (ঢাকা-৮) নির্বাচন করতে পারেন। দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঢাকা-২ অথবা ঢাকা-৩ এই দুটি আসনের মধ্যে যে কোনো একটি থেকে নির্বাচন করবেন। দু-তিন দিনের মধ্যে তারা তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতারা।

জানা গেছে, আ স ম আবদুর রব ছাড়াও জেএসডির প্রার্থীদের খসড়া তালিকায় আরও রয়েছেন- দলটির সহসভাপতি তানিয়া রব (ঢাকা-১৮), সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন (কুমিল্লা-১), আবদুল জলিল (নোয়াখালী-২), অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল (লক্ষ্মীপুর-২), নাজমুল হক শিকদার (নরসিংদী-৫), অ্যাডভোকেট আবু ইসাহাক (সিরাজগঞ্জ-৪), দবিরউদ্দিন জোয়ার্দার (ঝিনাইদহ-১), নুরুল ইসলাম (বরিশাল-৬), আলহাজ আবছার আলী (সাতক্ষীরা-২), মির্জা আকবর (চট্টগ্রাম-২), শহিদউদ্দিন মাহমুদ স্বপন (ফেনী-১), কামাল উদ্দিন পাটোয়ারী (ঢাকা-১৪), শাহ আলম (ঢাকা-৬), সামসুল আলম নিক্সন (ঢাকা-১৫) এবং এমএ ইউসুফ (ঢাকা-৯)।

মাহমুদুর রহমান মান্না ছাড়াও নাগরিক ঐক্যের প্রার্থী তালিকায় আরও রয়েছেন- দলটির উপদেষ্টা এসএম আকরাম (নারায়ণগঞ্জ-৫), অ্যাডভোকেট ফজলুল হক সরকার (চাঁদপুর-৩), মোমিনুল ইসলাম (লক্ষ্মীপুর-১), জিন্নুর আহম্মেদ চৌধুরী (সিলেট-৬), নঈম জাহাঙ্গীর (জামালপুর-৩), মোফাখ্খারুল ইসলাম নবাব (রংপুর-৫), দিদারুল আলম বাবুল (বাগেরহাট-৩) এবং সাদাকাত হোসেন খান সাক্কু (ঢাকা-১৬)।

বঙ্গবীর কাদের সিদ্দিকী ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী তালিকায় আছেন দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা (টাঙ্গাইল-৭), যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী (গাজীপুর-৩) এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার (নারায়ণগঞ্জ-৪)।

Share.

Comments are closed.

Exit mobile version