এশিয়ান বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামপ এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার দৃশ্যমান সেই ‘ভালোবাসার সমপর্ক’ আর নেই। এমন তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি অনলাইন। যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া একে অপরের পতনের দিকে তাকিয়ে আছে। তবে তারা কেউই পথ ছেড়ে দিতে ইচ্ছুক নন। এই সপ্তাহে দুই নেতার যে বৈঠকটি হওয়ার কথা ছিল, সেটি আর হচ্ছে না। আর এর থেকেই ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সমপর্কের অবনতি ঘটেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সহকারী ও কট্টরপন্থি কিম ইয়ং চোলের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পমেপও এর সঙ্গে নিউ ইয়র্কে সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু এই বৈঠকটি বাতিল করা হয়েছে বলে ধারণা করছে বিবিসি। আর এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝতে পেরেছে যে, উত্তর কোরিয়া তাদের পরিকল্পনা মতো চলছে না।

এ বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের ভাষ্য, বৈঠকটির জন্য আরেকটি তারিখ নির্ধারণ করা হবে এবং যেভাবে সবকিছু চলছে তাতে প্রেসিডেন্ট ট্রাম খুবই খুশি বলে জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে, ততক্ষণ পর্যন্ত কোনো তাড়াহুড়ো নাই। এদিকে সিউলে সাংবাদিকদের বাতিল হওয়া মিটিংটি নিয়ে বেশি মাতামাতি না করার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এর আগেও অনেক মিটিং বাতিল হয়েছে। যদিও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে হতাশা প্রকাশ করেছে।

Share.

Comments are closed.

Exit mobile version