এশিয়ান বাংলা ডেস্ক : মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি রোশমা মানসুরের বিরুদ্ধে ১২৫ কোটি রিঙ্গিত কেলেঙ্কারির একটি নতুন অভিযোগ দায়ের করা হতে পারে। তার বিরুদ্ধে সারাওয়াকের গ্রাম্য স্কুলগুলোয় সোলার হাইব্রিড প্রজেক্টের অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় মিডিয়া স্টার অনলাইন। সাবেক প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী আরো অনেক অভিযোগের সম্মুখীন হতে পারেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
দেশটির দুর্নীতিবিরোধী একজন কর্মকর্তা বলেছেন, এই সপ্তাহের মধ্যেই তাদের দুজনের বিরুদ্ধ অভিযোগ দায়ের করার সম্ভবনা রয়েছে। তবে রোশমার বিরুদ্ধে কী অভিযোগ দায়ের করা হবে সে বিষয়ে কোনো তদন্ত কর্মকর্তাই মুখ খুলছেন না। এর আগে ৪ঠা অক্টোবর তার বিরুদ্ধে ৭০ লাখ রিঙ্গিত পাচারে জড়িত থাকার অভিযোগ এনে মামলা করা হয়। তবে সোলার প্রজেক্টটি নিয়ে বিতর্ক শুরু হয় যখন সারাওয়াক একটি রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টটে বলা হয়, সোলার প্রজেক্টের কন্ট্রাক্ট বিনতুলু ভিত্তিক কোম্পানি জেপাক হোল্ডিংসকে দেয়া হয়েছে। আর জেপাক হোল্ডিংস নামের এই পরিবহন কোম্পানিকে নাজিব রাজাকের সরাসরি নির্দেশে ওই কন্ট্রাক্টটি দেয়া হয়।

বৃহস্পতিবার দুর্নীতিবিরোধী কমিশন নাজিবকে তলব করে তদন্তে সহায়তা করতে বলে।

Share.

Comments are closed.

Exit mobile version