এশিয়ান বাংলা, ঢাকা : অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকদের ভূমিকা ও পরামর্শ চায় ঐক্যফ্রন্ট। বিশিষ্ট নাগরিকরা তাদের চিন্তা ও পরামর্শ দ্বারা নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে যেন অভিভাবকের ভূমিকা পালন করতে পারেন এ ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন ঐক্যফ্রন্টের নেতারা। বিশিষ্ট নাগরিকদের মধ্যে যাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক তিন উপদেষ্টা ড. আকবর আলি খান, ড. হোসেন জিল্লুর রহমান, সুলতানা কামাল, সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী, ড. শাহদীন মালিক, সাবেক সচিব আলী ইমাম মজুমদার, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, পরিবেশবাদী সংগঠন বেলার প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আসিফ নজরুলসহ কয়েকজন সিনিয়র সাংবাদিক। ঐক্যফ্রন্টের নেতাদের কেউ কেউ মনে করেন, হানাহানি, প্রতিহিংসার রাজনীতি যেন না হয়, নির্বাচনে ভোটাররা যেন অবাধে ভোট দিতে পারেন এ ব্যাপারে এ নাগরিকরা ভূমিকা রাখতে পারেন।

Share.

Comments are closed.

Exit mobile version