এশিয়ান বাংলা ডেস্ক : ব্রেক্সিট চুক্তি নিয়ে চরম বিপদে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ব্রেক্সিট ইস্যুতে বুধবার ইইউ’র সঙ্গে একমত হওয়ার পরে এ সংকটে পড়েছেন তেরেসা। সংখ্যাগরিষ্ট এমপিই তেরেসার চুক্তিতে রাজি না। এখন না পারছেন সামনে এগোতে, না পারছেন পেছাতে। পাশে পাচ্ছেন না নিজের দল কনজারভেটিভ পার্টির এমপি-মন্ত্রীদেরও । তারা বলছেন, চুক্তির মাধ্যমে ব্রিটেনকে অনেক কিছুই ছাড় দিতে হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকদের অনেকেই বলছেন, বেক্সিট ইস্যুতে তেরেসা হারাতে পারেন নিজ দলের এমপি ও কোটি কোটি ভোটারের সমর্থন। হারাতে পারেন প্রধানমন্ত্রিত্বও। দ্য টেলিগ্রাফ। কয়েক সপ্তাহের আলোচনার পর সম্প্রতি ব্রেক্সিট চুক্তির খসড়া নিয়ে একমত হয়েছেন ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা। এখন এই খসড়া চুক্তির ব্যাপারে নিজ দলের সমর্থন লাভের চেষ্টা করছেন মে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী মে। নথিটির সার্বিক দিক তুলে ধরে এমপি-মন্ত্রীদের সমর্থন চাইছেন তিনি।

Share.

Comments are closed.

Exit mobile version