এশিয়ান বাংলা ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে জঙ্গি গোষ্ঠী তালেবান অন্তত ৩০ পুলিশকে হত্যা করেছে। বুধবার ইরান সীমান্তবর্তী এ অঞ্চলের খাকি সফেদ এলাকায় একটি পুলিশ ক্যাম্পে তালেবানরা হামলা চালিয়ে এসব পুলিশকে হত্যা করে। পার্সটুডে জানিয়েছে, বুধবার শেষ রাত থেকে শুরু করে প্রায় চার ঘণ্টা ওই সংঘর্ষ চলে। তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেছেন, সংঘর্ষে ৩০ জনের বেশি পুলিশ সদস্য মারা গেছে। এখন সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
আফগান সংসদ সদস্য সামিউল সামিম জনিয়েছেন, সংঘর্ষে জেলার পুলিশ প্রধান আবদুল জব্বার মারা গেছেন। সংঘর্ষের পর আফগান সামরিক বাহিনী ওই এলাকায় বিমান হামলা চালায়। এতে ১৭ তালেবান নিহত হয়।

তালেবান দাবি করেছে, তারা ৩৫ জন পুলিশ হত্যা এবং দু’জনকে আটক করেছে। এছাড়া, কয়েকটি গাড়ি ধ্বংস ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দখল করেছে।

Share.

Comments are closed.

Exit mobile version